মঙ্গলবার, ০২ মে, ২০১৭, ০২:২৬:০৩

উত্তর-দক্ষিণাঞ্চলের সব বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ

উত্তর-দক্ষিণাঞ্চলের সব বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ

নিউজ ডেস্ক:  জাতীয় গ্রিডের আশুগঞ্জ-সিরাজগঞ্জ ও ঘোড়াশাল-ঈশ্বরদী ২৩০ কেভি সঞ্চালন লাইন ট্রিপ করায় দেশের উত্তর ও দক্ষিণ অঞ্চলের সব বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ রয়েছে।

মঙ্গলবার বেলা ১১টা থেকে উৎপাদন বন্ধ হয়েছে। আজ বিকেলের দিকে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলে জানা গেছে।

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের(পিজিসিবি) একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, লাইন মেরামতের কাজ চলছে। বিকেলের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করছি।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে