নিউজ ডেস্ক: হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর নায়েবে আমীর, আল জামিয়া ইসলামিয়া পটিয়ার প্রবিন মুফতীও মুহাদ্দিস আল্লামা মুফতী মুজাফফর আহমদ ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ মঙ্গলবার সকাল ১০টায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো আনুমানিক ৭৫ বছর। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতী ফয়জুল্লাহ জানিয়েছেন, আগামীকাল সকাল ১১টায় ক্ষণজন্মা এই আলেমের দীর্ঘদিনের কর্মস্থল জামিয়া ইসলামিয়া পটিয়ায় তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার নামাজের ইমামতি করার কথা রয়েছে শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী’র।
২ মে ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর