মঙ্গলবার, ০২ মে, ২০১৭, ০৮:০৩:৩০

মূর্তি অপসারণ করা না হলে রাজপথে আন্দোলন হবে: চরমোনাই পীর

মূর্তি অপসারণ করা না হলে রাজপথে আন্দোলন হবে: চরমোনাই পীর

নিউজ ডেস্ক: ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর রেজাউল করিম বলেছেন, সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে গ্রিক দেবীর মূর্তির ন্যায় বিচারের প্রতীক হতে পারে না।

বাংলাদেশের সর্বোচ্চ আদালত ও জাতীয় ঈদগাহের পাশে এ মূর্তি স্থাপন করে মুসলমানদের ধর্মীয় ও জাতীয় চেতনায় বড় আঘাত হানা হয়েছে। মূর্তি যদি অপসারণ না করা হয় তবে রাজপথে আন্দোলন সংগ্রামের মাধ্যমে দাবি আদায় করা হবে।

মঙ্গলবার দুপুরে স্থানীয় আলো অডিটরিয়ামে কুষ্টিয়ায় ইসলামী যুব আন্দোলনের প্রথম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, যুবক বয়সের ইবাদত আল্লাহর কাছে অনেক প্রিয় তাই এই সময়টুকু শুধুমাত্র আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। আল্লাহর নীতি আদর্শ বাস্তবায়ন করতে কাজ করতে হবে।

ইসলামী যুব আন্দোলনের কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক ওমর ফারুকের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সেক্রেটারি মাওলানা মোহাম্মাদ নেহাল উদ্দিন, দপ্তর সম্পাদক রহমত উল্লাহ বীন হাবিব, ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় উপদেষ্টা ডা. দেওয়ান আব্দুল খালেক প্রমুখ।
এমটিনিউজ২৪ডটকম/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে