মঙ্গলবার, ০২ মে, ২০১৭, ০৯:০৫:৪৬

মিরসরাইয়ে দুই হাজার একর জমি দেয়া হচ্ছে সৌদি আরবকে!

মিরসরাইয়ে দুই হাজার একর জমি দেয়া হচ্ছে সৌদি আরবকে!

নিউজ ডেস্ক : চীন, জাপান ও ভারতের পর এবার বাংলাদেশে অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) প্রতিষ্ঠা করতে আসছে সৌদি আরব। মধ্যপ্রাচ্যের বৃহৎ দেশটির আল বাওয়ানি কম্পানি লিমিটেড নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান অর্থনৈতিক অঞ্চল করার আগ্রহ প্রকাশ করেছে।

বাংলাদেশে বিনিয়োগ করতে দেশের সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল চট্টগ্রামের মিরসরাইয়ে সৌদি আরবকে জমি দেবে সরকার। দেশটির আল বাওয়ানি গ্রুপ সেখানে বিনিয়োগ করতে চায়। প্রতিষ্ঠানটির আগ্রহের প্রেক্ষিতে মিরসরাইয়ে দুই হাজার একর জমি দেয়া হচ্ছে তেল সমৃদ্ধ দেশ সৌদি আরবকে।

সূত্রে জানা গেছে, গত সপ্তাহে গ্রুপটি এ ব্যাপারে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) সঙ্গে বৈঠক করেছে। বৈঠকে তারা দুই হাজার একর জমি চেয়েছেন বেজার কাছে। বেজা সৌদির অন্যতম বড় ওই গ্রুপটিকে জমি দেবে বলে সম্মতি দিয়ে বিনিয়োগের প্রস্তুতি নিতে বলেছে।

এ বিষয়ে বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বলেন, আমরা মিরসরাইয়ে সৌদি আরবের আল বাওয়ানি গ্রুপকে বিনিয়োগ করতে দুই হাজার একর জমি দিতে নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। তাদের আবেদনের প্রেক্ষিতে আমরা সিদ্ধান্তের কথা জানিয়েছি।

তিনি বলেন, গত সপ্তাহেই এ ব্যাপারে আমাদের বৈঠক হয়েছে। দেশটির ওই বিনিয়োগকারী প্রতিষ্ঠান ঢাকাস্থ সৌদি দূতাবাসের মাধ্যমে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় হয়ে প্রস্তাব নিয়ে এসেছে। তবে এরপর আর এনিয়ে কোনো অগ্রগতি হয়নি।

জাপান, ভারত ও চীনের পর এবার বাংলাদেশে অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ নিয়ে আসতে চায় সৌদি আরব। বেজার কাছ থেকে জমির নিশ্চয়তা পেলে সেখানে নিজেদের অর্থায়নে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি বড় আকারের বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে আল বাওয়ানি কম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী ফখর আল সাওয়াফ।

বেজা সূত্রে জানা গেছে, নিজেদের অর্থায়নে অবকাঠামো উন্নয়ন করে বিনিয়োগ করতে হবে আল বাওয়ানিকে। আল বাওয়ানি গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী ফখর আল সাওয়াফ নিজেই এ বিনিয়োগ প্রস্তাব নিয়ে এগিয়ে এসেছেন বলে জানা গেছে।

জানা গেছে, গত বছরের জুনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরব যান। ওই সময় দেশটির ব্যবসায়িরা তাদের সরকারের মাধ্যমে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেন। প্রধানমন্ত্রীও তাতে ইতিবাচক সাড়া দেন। এরই আলোকে এ অগ্রগতি বলে সূত্রগুলো বলছে।

চট্টগ্রাম সুমদ্রবন্দর থেকে ৬৭ কিলোমিটার দুরে মিরসরাই উপজেলার ইছাখালী চরে এর অবস্থান। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) প্রকল্পটি বাস্তবায়ন করছে। এখানে একহাজার দুইশর বেশি কারখানার জন্য প্লট তৈরি করা যাবে।

বেজা চেয়ারম্যান পবন চৌধুরী বলেন, প্রায় ৩০ হাজার একর জমিতে এই শিল্প অঞ্চলটি হবে। এরই মধ্য ১৬ হাজার একর জমি কেনা হয়েছে। আরও ১৪ হাজার একর জমি কেনার কাজ প্রক্রিয়াধীন রয়েছে। সরকার সারা দেশে মোট ১০০টি অর্থনৈতিক অঞ্চল করার উদ্যোগ নিয়েছে।
২ মে, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে