শুক্রবার, ০৫ মে, ২০১৭, ০২:৩৬:৫০

এসএসসিতে ফেল করায় ২ ছাত্রীর আত্মহত্যা

 এসএসসিতে ফেল করায় ২ ছাত্রীর আত্মহত্যা

নিউজ ডেস্ক: এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় ফেনীর ফুলগাজী ও সোনাগাজীতে দুই শিক্ষার্থী আত্মহত্যা করেছে। তাদের নাম তাহমিনা আক্তার (১৬) ও জেসি আক্তার (১৬)।  এদের একজন গলায় ফাঁস দিয়ে ও অন্যজন বিষপানে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।

জানা গেছে, এ বছর ফুলগাজীর মুন্সীরহাট আজমীরি বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ে মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল তাহমিনা। বৃহস্পতিবার প্রকাশিত ফলালয়ে তার রেজাল্ট খারাপ হয়। শুক্রবার সকাল ৮টার দিকে পরিবারের লোকজন ঘরের কাঠের সঙ্গে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। তাহমিনা উপজেলার দরবারপুর ইউনিয়নের দক্ষিণ বরইয়া গ্রামের মিন্টু মিয়ার মেয়ে।   
 
স্থানীয়রা জানান, বান্ধবী রেশমা পাস করায় সকালে তাহমিনার কাছে মিষ্টি পাঠানো হয়। এতে অভিমানে আত্মহত্যা করে সে। ফুলগাজী থানার ওসি এম এম মোর্শেদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।   
 
অন্যদিকে ফেনীর সোনাগাজীতে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় জেসি আক্তার নামে এক শিক্ষার্থী শুক্রবার সকালে নিজ বাসায় বিষপানে আত্মহত্যা করেছে।  সে সোনাগাজী মোহাম্মদ ছাবের মডেল পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল।  জেসি মতিগঞ্জ ইউনিয়নের সুলাখালী গ্রামের খোন্দকার বাড়ির ফখর উদ্দিনের মেয়ে।   
 
পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল রেজাল্ট বের হবার পর থেকেই জেসির মন খারাপ ছিল।  তবে সময়ের সঙ্গে সব ঠিক হয়ে যাবে এমনটা আশা  ছিল।  শুক্রবার সকাল ৯টার দিকে বিষপান করে সে।  সকাল ১০টার দিকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক জেসিকে মৃত ঘোষণা করেন।   

ফলাফল খারাপ করায় কারও কথায় কষ্ট পেয়ে অভিমানে জেসি আত্মহত্যা করতে পারে বলে ধারণা করছে পুলিশ।
৫ মে ২০১৭/এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে