নিউজ ডেস্ক: সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ শিগগিরই বাংলাদেশ সফরে আসছেন। ঢাকা ও রিয়াদের একাধিক কূটনৈতিক সূত্র এ কথা নিশ্চিত করেছে। তবে তার সফরের দিনক্ষণ এখনই প্রকাশ করা হয়নি। এ বছরের মধ্যেই রয়েছে জোড় সম্ভাবনা।
জানতে চাইলে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ রিয়াদ থেকে টেলিফোনে বলেছেন, ‘সৌদি বাদশাহ বাংলাদেশ সফরের ব্যাপারে সম্মতি জানিয়েছেন। এখন বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে আলাপ-আলোচনা করে তার সফরের দিনক্ষণ ঠিক করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে তিনি এই সফরে আসছেন।’
গোলাম মসিহ আরও বলেন, ‘সৌদি বাদশাহর এটা হবে বাংলাদেশে প্রথম সফর। বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক এখন সবচেয়ে ভালো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের জুনে সৌদি আরব সফর করার সময়ই বাদশাহকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এখন সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে তার সফরের কর্মসূচি নির্ধারণ করছে। সৌদি বাদশাহকে স্বাগত জানানোর জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি।’ মুসলিম উম্মাহর সবচেয়ে প্রভাবশালী দেশ সৌদি আরব। এর আগে সৌদি বাদশাহ কখনও বাংলাদেশ সফরে আগ্রহ দেখাননি।
কিন্তু সাম্প্রতিককালে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটে সৈন্য পাঠানোর ব্যাপারে বাংলাদেশ সম্মতি দেয়ার পর দুই মুসলিম দেশের মধ্যে ঘনিষ্ঠতা বেড়ে যায়। সৌদি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করেন। এখন সৌদি বাদশাহ বাংলাদেশ সফরে এলে জনশক্তি রফতানিসহ দ্বিপক্ষীয় সম্পর্কের সব ক্ষেত্রেই তা মাইলফলক হবে বলে কর্মকর্তারা আশা করছেন।
১৪ মে ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর