নিউজ ডেস্ক: গত ২৮ মার্চ বনানীর দ্য রেইন ট্রি হোটেলে জন্মদিনের পার্টিতে আমন্ত্রণ করে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রীকে পাশবিক নির্যাতনের ঘটনায় তোলপাড় চলছে। এ ঘটনায় অভিযুক্ত আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদ (২৬), সাদমান সাকিফ, নাঈম আশরাফ (৩০), সাফাতের গাড়িচালক বিল্লাল (২৬) ও সাফাতের দেহরক্ষী।
এ ঘটনায় রাতভর পাশবিক নির্যাতনের স্বীকার হওয়া এক তরুণী খোলামেলা জানালেন সেই দিনের দুঃস্বপ্নের সেই কাহিনী। তিনি বলেছেন, এটা ওদের পরিকল্পিত ছিলো। আমাদের আটকে রেখে সারা রাত এভাবে নির্যাতন চালায় তারা।
তরুণী জানান, এই দৃশ্য ভিডিও করা হয়। পানি খেতে চাইলে একটু পানিও তারা খেতে দেয়নি। দুই রুপে দুই তরুণীকে নির্যাতনের কাজ চলে সারা রাত। এ সময় তারা চিৎকার করে। ওই তরুণী আপেক্ষ করে বলেন, অনেক চিৎকার করার পরও কেউ তাদের সাহায্য করতে আসেনি।
ঘটনার পর সকালে তারা কিভাবে বাসায় ফিরবে সে নিয়ে পড়েন আরও বিপাকে। সেখানে ওই তরুণীর এক ড. বন্ধুকেও চরমভাবে মারা হয়। সে দৃশ্য ভিডিও করা। মারামারির দৃশ্য দেখে কাঁদছিলেন ওই তরুণী।
১৪ মে ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর