সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:৩২:৩৬

চাঁদ দেখা যায়নি, ঈদ ২৫ সেপ্টেম্বর

চাঁদ দেখা যায়নি, ঈদ ২৫ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক : পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ায় ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ২৫ সেপ্টেম্বর।  জিলহজ মাসের চাঁদ দেখা-সংক্রান্ত বৈঠকে সোমবার সন্ধ্যায় এ সিদ্ধান্ত নেয়া হয়।  বৈঠকটি বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।  

সভায় সভাপতিত্ব করেন চাঁদ দেখা কমিটির সদস্য সচিব ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (ডিজি) সামীম মোহাম্মদ আফজাল।

সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা কেন্দ্র, দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের আকাশে কোথাও হিজরি ১৪৩৬ সনের জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি।

মঙ্গলবার জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে।  জিলহজ মাস গণনা শুরু হবে বুধবার।  আগামী ২৫ সেপ্টেম্বর (১০ জিলকদ) শুক্রবার বাংলাদেশে ঈদুল আজহা পালিত হবে।

সভায় সভায় প্রধান তথ্য কর্মকর্তা তছির আহমদ, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব প্রফেসর মাওলানা মোহাম্মদ সালাহউদ্দিনসহ তথ্য মন্ত্রণালয়, আবহাওয়া অধিদফতর, স্পারসো, ঢাকা জেলা প্রশাসনের প্রতিনিধি ও কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ২৪ সেপ্টেম্বর ঈদুল আজহা উদযাপিত হবে।

ঈদুল ফিতরের পর ঈদুল আজহা মুসলমানদের বড় ধর্মীয় উৎসব।  এবার ঈদে ২৪, ২৫ ও ২৬ সেপ্টেম্বর সরকারি ছুটি থাকবে।  শুক্র ও শনিবার সরকারি ছুটি থাকায় এবার ঈদে সরকারি চাকরিজীবীরা মাত্র একদিন ছুটি ভোগ করতে পারবেন।
১৪ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে