মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ০৫:৫৬:১১

সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে দুই নেতাকে বহিষ্কার করল বিএনপি

সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে দুই নেতাকে বহিষ্কার করল বিএনপি

এমটিনিউজ২৪ ডেস্ক : দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে দুই নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। মঙ্গলবার পৃথক দুটি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন ঢাকা মহানগর উত্তরের কাফরুল থানাধীন ৪ নং ওয়ার্ড বিএনপির ৩ নং সহসভাপতি মাসুদ করিম মোল্লা এবং পটুয়াখালী জেলাধীন কলাপাড়া উপজেলা বিএনপির সদস্য অধ্যাপক মোস্তাফিজুর রহমান।

প্রথম বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মহানগর উত্তরের কাফরুল থানাধীন ৪ নং ওয়ার্ড বিএনপির ৩ নং সহসভাপতি মাসুদ করিম মোল্লাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ-পদবি থেকে বহিষ্কার করা হয়েছে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং সদস্যসচিব মোস্তফা জামান আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
দ্বিতীয় বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য আজ পটুয়াখালী জেলাধীন কলাপাড়া উপজেলা বিএনপির সদস্য অধ্যাপক মোস্তাফিজুর রহমানকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে