সোমবার, ২২ মে, ২০১৭, ০৫:১১:০১

কেন্দ্রের অনুমতি ছাড়া আ.লীগে যোগ দেওয়া যাবে না : কাদের

কেন্দ্রের অনুমতি ছাড়া আ.লীগে যোগ দেওয়া যাবে না : কাদের

নিউজ ডেস্ক : অন্য দল থেকে কেউ আওয়ামী লীগে যোগ দিতে চাইলে কেন্দ্রের অনুমতি লাগবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘কেন্দ্রের অনুমতি ছাড়া কেউ যোগ দিলে সেটা স্বীকৃত হবে না।’

সোমবার সকালে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর সভা শেষে ব্রিফিংয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন। ব্রিফিংয়ে ওবায়দুল কাদের বলেন, ‘খেয়াল রাখবেন, সাম্প্রদায়িক অপশক্তি যেন আওয়ামী লীগে যোগ দিতে না পারে। এরা দলে ঢুকে বিভিন্ন অপকর্ম করে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘দলীয় সিম্বল (প্রতীক) নৌকার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’ নির্বাচনকে সামনে রেখে আগে আগে প্রার্থিতা ঘোষণা করে দলের ভেতরে বিবাদ সৃষ্টি না করতেও আহ্বান জানান তিনি।

আসন্ন রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে কাদের বলেন, ‘বিশেষ করে সেহরি, ইফতার ও তারাবির নামাজের সময় বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করতে হবে। পানি সরবরাহের ক্ষেত্রেও ওয়াসা কর্তৃপক্ষকে সতর্ক থাকতে হবে।’ দ্রব্যমূল্য জনগণের ক্রয়ক্ষমতার ভেতরে রাখতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান ওবাদুল কাদের।

দেশে অপরাজনীতি অবসান ঘটাবেন বলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা টুইট বার্তার সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘অপরাজনীতি শুরু করেছে বিএনপি। তাদের মুখে অপরাজনীতি অবসান ঘটানোর কথা মানায় না।’
২২ মে, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে