মঙ্গলবার, ২৩ মে, ২০১৭, ০৩:৫৩:৪০

দেশের সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে ৪০.৩

দেশের সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে ৪০.৩

নিউজ ডেস্ক: দেশের সর্বোচ্চ তাপমাত্রা আজ মঙ্গলবার রাজশাহীতে ৪০.৩ ডিগ্রি সে.। সেখানকার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.০ ডিগ্রি সে.।

মঙ্গলবার দুপুর ১২টায় আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

আজ রাজধানী ঢাকায় তাপমাত্রা সর্বোচ্চ ৩৮.২ ডিগ্রি সে., সর্বনিম্ন ২৯.০ ডিগ্রি সে.। খুলনায় সর্বোচ্চ ৩৯.৫ ডিগ্রি সে., সর্বনিম্ন ২৮.৪ ডিগ্রি সে.। বরিশাল সর্বোচ্চ ৩৮.৬ ডিগ্রি সে., সর্বনিম্ন ২৮.০ ডিগ্রি সে.। রংপুর সর্বোচ্চ ৩৪.০ ডিগ্রি সে., সর্বনিম্ন ২৩.২ ডিগ্রি সে.।

চট্টগ্রামে তাপমাত্রা সর্বোচ্চ ৩২.৬ ডিগ্রি সে., সর্বনিম্ন ২৮.৩ ডিগ্রি সে.। সিলেট সর্বোচ্চ ৩৪.৯ ডিগ্রি সে., সর্বনিম্ন ২৩.৫ ডিগ্রি সে.। ময়মনসিংহে সর্বোচ্চ ৩৪.৪ ডিগ্রি সে., সর্বনিম্ন ২৪.৮ ডিগ্রি সে.।

লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে, যা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায়, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু/এক জায়গায় অস্থায়ী দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

চাঁদপুর ও নোয়াখালী অঞ্চলসহ ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে আরো বলা হয়েছে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী ৭২ ঘণ্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে