নিউজ ডেস্ক : পুলিশের সাবেক মহা-পরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ আগাম নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসন থেকে তিনি আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে চান। পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন এলাকায় গতকাল গণসংযোগ করেন নূর মোহাম্মদ।
স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে সকাল থেকে তিনি বিভিন্ন এলাকা ঘুরেন। নেতা-কর্মীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান এবং তার সমর্থনে বিভিন্ন শ্লোগান দেন।
নূর মোহাম্মদ এলাকাবাসীকে তার সঙ্গে থাকার অনুরোধ জানিয়ে বলেন, এলাকার উন্নয়ন কার্যক্রমসহ সবকিছুতেই তিনি তাদের পাশে থাকবেন। আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের সবুজ সংকেত পেয়েই আগাম নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বলে এ প্রতিবেদককে জানান তিনি। এর আগে তিনি কটিয়াদী এলাকায় গণসংযোগ করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদি) আসনের বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন। একই সঙ্গে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য। রাজনীতিতে নবাগত এই এমপি প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। নবাগত এ এমপির বিপরীতে নূর মোহাম্মদ আওয়ামী লীগের নতুন প্রার্থী হিসেবে জানান দিচ্ছেন।
এদিকে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন সাবেক সচিব মো. গোলাম হোসেন। গোলাম হোসেন সর্বশেষ জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ছিলেন। সাবেক সচিব গোলাম হোসেন চাঁদপুর-১ আসন থেকে নির্বাচন করতে আগাম প্রচারণা শুরু করেছেন।
চাঁদপুর-১ আসনের বর্তমান সংসদ সদস্য ড. মহীউদ্দীন খান আলমগীর। সাবেক এ স্বরাষ্ট্রমন্ত্রীর নির্বাচনী এলাকায় জন্মগ্রহণ করেছেন এনবিআরের সাবেক চেয়ারম্যান মো. গোলাম হোসেন। কয়েক দিন আগে নিজের নির্বাচনী এলাকায় গিয়ে বাধার মুখে পড়েছেন এ সাবেক আমলা। ওই সময় সঙ্গে ছিলেন কচুয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শাহাদাত হোসেন। দুই ভাইয়ের গাড়িবহরে হামলার ঘটনায় সাংবাদিকসহ ১০ জন আহত হন।
বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যে জানা গেছে, গোলাম হোসেন তার আত্মীয়ের বাড়ি কচুয়া কড়ইয়া ইউনিয়নের ডুমুরিয়া সরকার বাড়িতে কুলখানিতে যান। সেখান থেকে নিজ বাড়িতে ফেরার পথে তার গাড়িবহরে হামলা চালানো হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিসিএস (কর) ক্যাডারের সাবেক কর্মকর্তা মো. গোলাম হোসেন। চাকরিজীবনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব এবং এনবিআরের চেয়ারম্যানসহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছেন।
১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের আমলে ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক। এ কারণে তাকে আওয়ামী লীগের ঘনিষ্ঠজন হিসেবে বিবেচনা করা হয়।
আগামী নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে গোলাম হোসেন বলেন, সরকারি চাকরির পর এখন অবসরে আছি। নির্বাচনের বাকি এখনও দেড় বছর। তাই এখনই নির্বাচন করবো কিনা বলতে পারছি না। তবে আগামীতে নির্বাচন করবো- এটা আপনাকে বলতে পারি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী সরকারি চাকরিজীবীরা অবসরের পরদিনই নির্বাচনে প্রার্থী হতে পারবেন। ২০১৪ সালের ৫ই জানুয়ারির নির্বাচনের আগে এ আদেশ সংশোধন করা হয়েছে। তাই বর্তমানে সচিব পদে দায়িত্ব পালন করছেন এমন অনেককেই আগামীতে নির্বাচনী মাঠে দেখা যেতে পারে।
২৬ মে, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসবি