শনিবার, ২৭ মে, ২০১৭, ১১:৪৩:৫৮

গ্রিনল্যান্ডে ২১ ঘণ্টা রোজা, বাংলাদেশে ১৫ ঘণ্টার বেশি

গ্রিনল্যান্ডে ২১ ঘণ্টা রোজা, বাংলাদেশে ১৫ ঘণ্টার বেশি

নিউজ ডেস্ক: ইসলামের পাঁচ স্তম্ভের একটি হলো রোজা। বাংলাদেশে রোজা শুরু হচ্ছে আগামীকাল রবিবার ভোর থেকে। প্রথম রোজায় সময় লাগবে কমপক্ষে ১৫ ঘণ্টা দুই মিনিট।

মধ্যপ্রাচ্যসহ মুসলিম বিশ্বের অনেক দেশ গতকাল শুক্রবার পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়েছে। সেই মোতাবেক আজ রাতে পড়া হবে তারাবি নামাজ। গত কয়েকদিন দেশজুড়ে তীব্র দাবদাহে মানুষ ছিল অতিষ্ঠ।
এ বছর সবচেয়ে দীর্ঘ রোজা গ্রিনল্যান্ডে আর সবচেয়ে ছোট চিলিতে।

সাম্প্রতিক সময়ে রমজান মাস ধীরে ধীরে গ্রীষ্মকালের দিকে সরে আসছে। যার কারণে দিন বড় হয়ে যাচ্ছে এবং বেড়ে যাচ্ছে গরম। এর কারণে দীর্ঘ সময় রোজা পালন করতে হয় মুসলমানদের। এর মধ্যে উত্তর গোলার্ধে সবচেয়ে দীর্ঘ সময় রোজা রাখতে হচ্ছে। বিপরীতে শীতকালে সারা বিশ্বে তুলনামূলক কম সময় রোজা রাখতে হয়, দক্ষিণ গোলার্ধের জন্য যেটি হয় আরো ছোট।  

এ বছর সময়ের হিসেবে সবচেয়ে ছোট রোজা হবে ল্যাটিন আমেরিকার দেশ চিলিতে (১০ ঘণ্টা), আর সবচেয়ে বড় হবে উত্তর আটলান্টিক মহাসাগর এলাকার দ্বীপ দেশ গ্রিনল্যান্ডে (২১ ঘণ্টা)। সূর্যোদয় ও সূর্যাস্তের সময় প্রতিদিন কিছুটা পরিবর্তন হওয়ায় এবার রমজান মাসের শেষে অনেক দেশে দিন আরো বড় হবে, আবার অনেক দেশে ছোট হবে।
এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে