রবিবার, ২৫ অক্টোবর, ২০১৫, ১০:৫৮:০০

মৃত শনাক্ত করলেই ১০ টাকা

মৃত শনাক্ত করলেই ১০ টাকা

নিউজ ডেস্ক : ভোটার তালিকা থেকে মৃত ভোটারের নাম বাদ দিতে গ্রাম পুলিশের (চৌকিদার) সহযোগিতা নিচ্ছে নির্বাচন কমিশন। গ্রাম পুলিশদের মৃত ভোটারের তথ্য সংগ্রহের জন্য সম্মানী দেয়া হবে। মৃত এক ভোটার শনাক্ত করলেই ১০ টাকা। রোববার নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ বিষয়ে জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয় সূত্র জানায়, ভোটার তালিকা হালনাগাদ কাজে তথ্য সংগ্রহকারীদের অনেকেই মৃত ভোটারের তথ্য সংগ্রহে ব্যর্থ হয়েছেন। এ বিষয়ে গণমাধ্যমের কাছে অসন্তোষও প্রকাশ করেছিলেন কমিশন সচিব সিরাজুল ইসলাম। সূত্র জানায়, উন্নতমানের জাতীয় পরিচয়পত্র ছাপার আগে মৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেয়া জরুরি। সে জন্য কমিশন এ বিষয়ে গ্রাম পুলিশের সহযোগিতা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। চিঠিতে বলা হয়েছে, গ্রাম পুলিশ ইউনিয়নভিত্তিক মৃত ভোটারের তালিকা তৈরি করে তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে জমা দেবেন। চেয়ারম্যান তথ্য যাচাই করে পূর্ণাঙ্গ তালিকার কপি উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে পাঠাবেন। কমিশন সচিবালয়ের তথ্য অনুযায়ী, এবারের হালনাগাদে ৬ লাখ ৯১ হাজার ৬০৬ জন মৃত ভোটার শনাক্ত হয়েছে। কিন্তু ১৬ কোটি জনসংখ্যার বিপরীতে বছরে মৃত্যুর হার অনুযায়ী এ সংখ্যা ১২ থেকে ১৫ লাখ হওয়ার কথা। ২৫ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে