শনিবার, ২৭ মে, ২০১৭, ১০:১৩:২২

আমরা ভাস্কর্যের বিরোধী নই : আল্লামা মাসউদ

আমরা ভাস্কর্যের বিরোধী নই : আল্লামা মাসউদ

ঢাকা : আমরা ভাস্কর্যের বিরোধী নই। তবে ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন কোনোভাবেই কাম্য নয়। এরকম যেকোনো কাজে এ দেশের আলেম, ধর্মভীরু মানুষের রুচিবোধের প্রতি শ্রদ্ধা রেখে কাজ করা উচিত বলে মন্তব্য আল্লামা ফরীদ উদ্দীন মাসউদ।

শনিবার বাংলাদেশ জমিয়তুল উলামার পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তিনি বলেন, মূর্তি (ভাস্কর্য) সরিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার অনুরোধ রেখেছেন।

ফরীদ উদ্দীন বলেন, স্বীকৃতির জন্য গণভবনে আয়োজিত আলেমদের বৈঠকে প্রধানমন্ত্রীকে যে অনুরোধ করেছিলাম, তা তিনি রক্ষা করেছেন। প্রধানমন্ত্রীর এ সিদ্ধান্তে দেশের আলেম সমাজ অত্যন্ত আনন্দিত।

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে অল্লামা মাসউদ বলেন, প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন, তিনি কথা রেখেছেন। তাই বঙ্গবন্ধুর কন্যাকে দেশের আলেম সমাজের পক্ষ থেকে অভিনন্দন জানাই। অভিন্দন জানায় সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষকেও।

জমিয়তুল উলামার পাঠানো বিজ্ঞপ্তিতে ন্যায়বিচারের প্রতীকের নামে গ্রিক দেবীকে পুনঃস্থাপনের চিন্তা না করার আহ্বানও জানান আল্লামা মাসউদ।

২৭ মে, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে