রবিবার, ২৫ অক্টোবর, ২০১৫, ১১:০৬:৪৮

দিল্লির প্রস্তাব পরীক্ষাধীন : প্রধানমন্ত্রী

 দিল্লির প্রস্তাব পরীক্ষাধীন : প্রধানমন্ত্রী

ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের হাইকমিশনার পঙ্কজ সরণ সাক্ষাৎ করেছেন। বাংলাদেশ সীমান্তের ওপারে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার জন্য এলপিজি টার্মিনাল নির্মাণ ও পরিবহনের জন্য ভারত প্রস্তাব দিয়েছে। এ বিষয়ে পরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার প্রধানমন্ত্রী কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ সরণের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন প্রধানমন্ত্রী। খবর : বাসস প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, এ বিষয় নিয়ে ভারতীয় তেল কোম্পানি ও বাংলাদেশ পেট্রলিয়াম করপোরেশনের মধ্যে আলোচনা চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের হাইকমিশনার পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় এবং দু'দেশের উচ্চপর্যায়ের সফরকালে গৃহীত চুক্তিসমূহ ও অন্যান্য সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা করেছেন বলে জানান প্রেস সচিব। শেখ হাসিনা বৈঠকে গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বিদ্যমান সম্পর্ক এবং উভয়পক্ষ স্থল সীমান্ত চুক্তি ও এর প্রটোকল নির্ধারিত সময়ে স্বচ্ছন্দে বাস্তবায়ন করায় সন্তোষ প্রকাশ করেন। এ প্রসঙ্গে শেখ হাসিনা স্থলসীমান্ত চুক্তি অনুমোদনে সমর্থন দেয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং দলমত নির্বিশেষে দেশটির পার্লামেন্টের সব সদস্যকে ধন্যবাদ জানিয়েছেন বলে জানান প্রেস সচিব। শেখ হাসিনা আস্থা প্রকাশ করেন যে, অবশিষ্ট সব পদক্ষেপ যথাসময়ে সম্পন্ন হবে। প্রধানমন্ত্রী জানান, তার সরকার সদ্যবিলুপ্ত ছিটমহল এলাকায় ব্যাপক উন্নয়ন কর্মসূচি গ্রহণ করেছে যাতে নিশ্চিত করা যায় যে, এসব এলাকার জনসাধারণ সব ধরনের নাগরিক সুযোগ-সুবিধা পায়। এসব কর্মসূচি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তদারকি করা হচ্ছে। বাংলাদেশের বিদ্যুৎ খাতে ভারতের সহযোগিতার প্রশংসা করে শেখ হাসিনা বলেন, এক্ষেত্রে আমরা উপ-আঞ্চলিক সহযোগিতার পরবর্তী পর্যায়ে এগিয়ে যেতে চাই। তারা পদ্মা নদীর ওপর গঙ্গা ব্যারেজ নির্মাণের বিষয়েও আলোচনা করেছেন। প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে যৌথ উদ্যোগে এ ব্যারেজ নির্মাণের ওপর গুরুত্বারোপ করেন। শেখ হাসিনা জানান, তার সরকার পায়রা সমুদ্রবন্দর ও গভীর সমুদ্রে আরো বন্দর নির্মাণে সম্পৃক্ত হওয়ার বিষয়ে ভারতের আগ্রহের বিষয়টি গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছে। ভারতের হাইকমিশনার বলেন, পেট্রাপোলে একটি সমন্বিত অভিবাসন চেকপোস্ট স্থাপিত হচ্ছে। কুড়িগ্রাম জেলার ফুলবাড়ীতে ভারতের একটি অভিবাসন চেকপোস্ট চালুর জন্য প্রস্তুত রয়েছে। প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী ও মুখ্য সচিব আবুল কালাম আজাদ এসময় উপস্থিত ছিলেন। ২৫ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে