মঙ্গলবার, ৩০ মে, ২০১৭, ০৯:৪৭:০০

অল্প সময়ের মধ্যে বাংলাদেশ অতিক্রম করবে ঘূর্ণিঝড় ‘মোরা’

অল্প সময়ের মধ্যে বাংলাদেশ অতিক্রম করবে ঘূর্ণিঝড় ‘মোরা’

নিউজ ডেস্ক: আর অল্প সময়ের মধ্যে ঘূর্ণিঝড় ‘মোরা’ বাংলাদেশের উপকূল অতিক্রম করবে। কক্সবাজারের টেকনাফ, সেন্টমার্টিন ও চট্টগ্রামের কুতুবদিয়া দিয়ে এটি অতিক্রম করবে।

আজ মঙ্গলবার সকাল ৭টা ৪০ মিনিটের দিকে রাজধানীর আগারগাঁওয়ে আবহাওয়া অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অধিদপ্তরের পরিচালক সামসুদ্দিন আহমেদ।

সামসুদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, ‘মোরা’র প্রভাবে ভোরে টেকনাফে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৩৫ কিলোমিটার, সেন্টমার্টিনে ছিল ১১৪ কিলোমিটার। এটি উত্তর দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে নিম্নচাপে পরিণত হবে।

এদিকে ভোর পাঁচটা থেকে ঘূর্ণিঝড় ‘মোরা’র প্রভাবে কক্সবাজারের টেকনাফ ও সেন্টমার্টিন সমুদ্র উপকূলে প্রচণ্ড বেগে বাতাস বইতে শুরু করে। সঙ্গে হালকা বৃষ্টি ছিল। ঝড়ে সেন্টমার্টিনে গাছপালা ও বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয় বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে