নিউজ ডেস্ক: ভোলায় ঘুর্নিঝড় মোরা’র প্রভাবে বৃষ্টি ও ঝড়ো বাতাস অব্যাহত রয়েছে। মনপুরা উপজেলার কলাতলির চর থেকে ভোর রাতে আশ্রয় কেন্দ্রে যাবার সময় মায়ের কোল থেকে নদীতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু হচ্ছে মোঃ সালাউদ্দিনের এক বছরের ছেলে মোঃ রাশেদ । ওই চরের এক হাজার পরিবারকে আশ্রয় কেন্দ্রে নেয়া হয়।
অপর দিকে জেলা সদর উপজেল্রা কাচিয়ার মধ্য মেঘনার মাঝের চর থেকে ৫শ’ পরিবারকে রাতেই মূল ভূ-খণ্ডে এনে আশ্রয় দেয়া হয়।
জেলা প্রশাসক মোহাঃ সেলিম উদ্দিন জানান, ৪৮৯টি আশ্রয় কেন্দ্রের মধ্যে ৭৩টিতে ১৯ হাজার মানুষ আশ্রয় নেয়। এদিকে, কাচিয়া কাঠির মাথা এলাকার সিসি ব্লকের রিং বেড়ির প্রায় ২০ ফুট এলাকা ধ্বসে দেবে গেছে। নিম্নাঞ্চল ২ ফুট পানিতে প্লাবিত হয়েছে।
৩০ মে ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর