বুধবার, ৩১ মে, ২০১৭, ০১:২৭:০৬

শেখ হাসিনাকে ইফতারের দাওয়াত দিলেন খালেদা

শেখ হাসিনাকে ইফতারের দাওয়াত দিলেন খালেদা

নিউজ ডেস্ক: আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইফতারের দাওয়াত দিলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। বুধবার বেলা পৌনে ১২টার দিকে শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এই দাওয়াতপত্র পৌঁছে দেন বিএনপি একটি প্রতিনিধি দল।  

সেখানে থাকা আওয়ামী লীগের সাবেক সহ-সম্পাদক সেকান্দার আলীর হাতে এই দাওয়াতপত্র তুলে দেন তারা। ইফতার মাহফিলে অংশ নিতে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও দাওয়াত পত্র পাঠিয়েছেন খালেদা জিয়া।

বুধবার দুপুরে বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু জানান, বিএনপির পক্ষ থেকে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ তাদের প্রেসিডিয়াম সদস্যদের ইফতারের দাওয়াত পৌঁছে দিতে এখন ধানমন্ডিতে শেখ হাসিনার কার্যালয়ে যাচ্ছি আমরা।
৩১ মে ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে