সোমবার, ২৬ অক্টোবর, ২০১৫, ১২:২০:১৪

এক বড় ভাইয়ের নির্দেশে তাভেল্লাকে খুন

এক বড় ভাইয়ের নির্দেশে তাভেল্লাকে খুন

ঢাকা: ঢাকা মেট্রোপলিট্রন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, ‌‘এক বড় ভাইয়ের নির্দেশে ইতালিয়ান নাগরিক তাভেল্লা সিজারকে হত্যা করা হয়েছে’। সোমবার দুপুর ১২টার দিকে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। এর আগে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের সন্দেহভাজন তিন খুনিসহ চারজনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আটককৃতরা হলেন মো. রাসেল ওরফে ভাগনে রাসেল, মিনহাজ রাসেল ওরফে চাকতি রাসেল ও শ্যুটার রুবেল। এছাড়াও হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলের চালক সাখাওয়াতকে আটক করেছে পুলিশ। রোববার রাতে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছে থাকা একটি মোটরসাইকেল জব্দ করা হয়। ২৬ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে