শনিবার, ০৩ জুন, ২০১৭, ১১:২২:৩৮

‘সাম্প্রদায়িক হেফাজতে ইসলামকে দেশ থেকে উৎখাত করতে হবে’

‘সাম্প্রদায়িক হেফাজতে ইসলামকে দেশ থেকে উৎখাত করতে হবে’

নিউজ ডেস্ক : জামায়াত ও হেফাজতে ইসলামের মধ্যে কোনও পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক। তিনি বলেন, ‘এই সাম্প্রদায়িক শক্তিকে যেভাবেই হোক দেশ থেকে উৎখাত করতে হবে।’

শনিবার (৩ জুন) জাতীয় প্রেসক্লাবের সামনে খ্রিস্টান অ্যাসোসিয়েশন বাংলাদেশ-এর উদ্যোগে ‘বানিয়া চর হত্যা দিবস’ উপলক্ষে আয়োজিত মানবন্ধনে তিনি এসব কথা বলেন।

বিচারপতি শামসুদ্দিন চৌধুরী বলেন, ‘ধর্মীয় মৌলবাদীদের সঙ্গে আপস করার কিছু নেই। শেখ হাসিনার কাছে দাবি, তিনি যেন সাম্প্রদায়িক শক্তির সঙ্গে আপস না করেন।’ এ সময় তিনি সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সবার প্রতি আহ্বান জানান।

সাম্প্রদায়িক শক্তি বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকা অবস্থায় গোপালগঞ্জের বানিয়ার চরে গির্জায় প্রার্থনারত অবস্থায় খ্রিস্টানদের হত্যা করা হয়েছিল উল্লেখ করে শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, ‘১৬ বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত এই হত্যাকাণ্ডের বিচার হয়নি।’  

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, সুপ্রিম কোর্টের আইনজীবী সুব্রত চৌধুরী, নাট্য অভিনেত্রী রোকেয়া প্রাচী, খ্রিস্টান অ্যাসোসিয়েশন বাংলাদেশের আহ্বায়ক আব্রাহাম গোমেজ, সদস্য সচিব উইলিয়াম প্রলয় সমদ্দার প্রমুখ।

উল্লেখ্য,  ২০০১ সালের ৩ জুন সকাল ৭টার দিকে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বানিয়ারচর ক্যাথলিক গির্জায় সাপ্তাহিক প্রার্থনা চলছিল। প্রার্থনা চলার সময় হঠাৎ বিকট শব্দে বোমা বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলে প্রার্থনারত ১০ জন নিহত হন। আহত হন আরও অর্ধশত লোক। ওই দিন রাতে গির্জার তৎকালীন ফাদার পিতাঞ্জা মিম্মো ও গির্জার সম্পাদক পিটার বৈরাগী বাদী হয়ে পৃথক মামলা করেন।

৩ জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে