নিউজ ডেস্ক: আজ রবিবার গুলশান ২ নম্বর সেকশনের ১৫৯ নম্বর প্লটের বাড়িটি নিয়ে আপিল বিভাগের দেওয়া রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনটি খারিজ হয়ে যাওয়ার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বাড়িটি ছাড়বেন না বলে জানিয়্বেছেন।
তিনি বলেছেন, 'আমি বাড়ি ছাড়ব না। এটা আমার এবং মালিকের বিষয়। এটা সরকারের কোনো বিষয় নয়। ' সুপ্রিম কোর্ট আইনজীবী সমিমির সভাপতির কার্যালয়ের সামনে দাঁড়িয়ে রবিবার সকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এর আগে আপিল বিভাগের দেওয়া রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনটি খারিজ করে দেন প্রধান বিচারপতি নেতৃত্বাধীন নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ। গত ৩১ মে শুনানি শেষে রায়ের জন্য আজকের দিন ধার্য ছিল।
এমটিনিউজ২৪/এম.জে