সোমবার, ২৬ অক্টোবর, ২০১৫, ০৯:৫৬:০৬

স্বাস্থ্যমন্ত্রী সেজে তদবির, নজরে এসেছে মন্ত্রীর

 স্বাস্থ্যমন্ত্রী সেজে তদবির, নজরে এসেছে মন্ত্রীর

নিউজ ডেস্ক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম ও তার সহধর্মিনীসহ পরিবারের সদস্যদের নাম ভাঙিয়ে এক শ্রেণির প্রতারক চক্র তদবির করার অভিযোগ উঠায় বিষয়টি নজরে এসেছে মন্ত্রীর। প্রতারক চক্রের সদস্যরা সরাসরি ও টেলিফোনের মাধ্যমে এ তদবির-প্রতারণা চালিয়ে যাচ্ছে। মন্ত্রী ও তার পরিবারের নাম ভাঙিয়ে কেউ তদবির-প্রতারণার চেষ্টা করলে তাদের আইন প্রয়োগকারী সংস্থার কাছে সোপর্দ করার অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। সোমবার বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অফিসার পরীক্ষিৎ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতারক চক্রের অব্যাহত তদবিরের বিষয়টি স্বাস্থ্যমন্ত্রীর নজরে এসেছে। অথচ মন্ত্রী ও তার পরিবারের কোনো সদস্য কোনো ধরনের তদবিরকে প্রশ্রয় দেন না। এ ধরনের কোনো টেলিফোন বা ব্যক্তিগত তদবির হলে সঙ্গে সঙ্গে জড়িত ব্যক্তিকে আইন প্রয়োগকারী সংস্থার হাতে তুলে দেয়ার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হলো। বিজ্ঞপ্তিতে স্বাস্থ্যমন্ত্রী, তার সহধর্মিনীসহ পরিবারের সদস্যদের নাম ভাঙিয়ে তদবির-প্রতারণা থেকে সতর্ক থাকার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে। ২৬ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে