সোমবার, ২৬ অক্টোবর, ২০১৫, ১০:০৯:১৮

আমি একটা নীরব কবর দেখি : ইনু

আমি একটা নীরব কবর দেখি : ইনু

ঢাকা : শিক্ষার্থীদের নীরবতা দেখে মনে হচ্ছে প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় দিনে দিনে নীরবতার কবরে পরিণত হচ্ছে বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সোমবার বিকেলে সাংস্কৃতিক সংগঠন উন্মুক্ত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অনুষ্ঠানে বিশেষ অতিথি অধ্যাপক সৌমিত্র শেখরের বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি এমন মন্তব্য করেন। বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইনু বলেন, সৌমিত্র শেখর সাহেব যেখানে কেন্দ্রীয় শহীদ মিনার, অপরাজেয় বাংলা ও সোহরাওয়ার্দী উদ্যান দেখে অনুপ্রাণিত হন সেখানে আমি একটি নীরব কবর দেখি। কারণ দেশের প্রগতিশীল আন্দোলন-সংগ্রামে শিক্ষার্থীদের সোচ্চার অংশগ্রহণ দেখি না। এ সংকট থেকে উত্তরণের জন্য তিনি শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করেন। তথ্যমন্ত্রী বলেন, শিল্প ও সংস্কৃতি নদীর মতো বহমান। সে বহমান নদী যেখানে বাঁক নেয় সে বাঁকে থেমে গেলে চলবে না। বহমানতার বাঁকে বাঁকেই অগ্রসর হতে হবে। তাহলেই আধুনিক মানুষ হওয়া সম্ভব, অন্যথায় নয়। অনুষ্ঠান উদ্বোধন করেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। আয়োজক সংগঠনের সভাপতি কবি মোহাম্মদ হোসেন এতে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সৌমিত্র শেখর ও বাংলাদেশ আওয়ামী লীগের সহ-সম্পাদক ব্যরিস্টার জাকির আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি জাকিয়া বেগম। ২৬ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে