মঙ্গলবার, ০৬ জুন, ২০১৭, ১০:৪০:১৮

আল্লাহ আমাদের দোয়া কবুল করেন নাই: এরশাদ

আল্লাহ আমাদের দোয়া কবুল করেন নাই: এরশাদ

নিউজ ডেস্ক : রহমতের দশদিনেও মহান আল্লাহ আমাদের দোয়া কবুল করেন নাই। রহমত বর্ষণ করেন নাই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি ও জাতীয় সম্মিলিত জোটের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। ক্ষমতায় গিয়ে মানুষের জানমালের নিরাপত্তা বিধান করবেন বলেও উল্লেখ করেন তিনি।

মঙ্গলবার বিকালে কাকরাইলের ইনস্টিটউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ হলে জোটের ইফতার পার্টির আলোচনা সভায় সাবেক রাষ্ট্রপতি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘খবরের কাগজ পড়লে খুন, সম্ভ্রমহানী, বাড়িছাড়া, জমি দখল ইত্যাদি খারাপ খবর চোখে পড়ে। আমরা কোন দেশে বাস করছি। এর পরিবর্তন আনতে হবে। আমরাই পরিবর্তন আনবো।’

প্রধানমন্ত্রীর বিশেষ দূত বলেন, ‘দেশে অবিচার চলছে, জান-মালের নিরাপত্তা নেই, শান্তি নেই। আমাদের প্রতিশ্রুতি হোক- অবিচার-দুঃশাসন থেকে দেশকে  রক্ষা করবো।মানুষের জানমালের নিরাপত্তা বিধান করবো, মানুষের বাড়িঘর রক্ষা করে দেশ ও জাতিকে মুক্ত করবো। সুশাসন প্রতিষ্ঠা করবো। এটাই জোটের অঙ্গীকার। আল্লাহ যেন আমাদের এই প্রতিশ্রুতি রক্ষা করেন।’

জোটের ইফতার পার্টিতে বক্তব্য রাখেন জোটের শীর্ষনেতা বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান মাওলানা এম এ মান্নান, জাতীয় পার্টির মহাসচিব ও জোটের মুখপাত্র এবিএম রুহুল আমীন হাওলাদার এমপি, জাতীয় ইসলামী মহাজোটের চেয়ারম্যান আবু নাসের ওয়াহেদ ফারুক, বিএনএ’র মুখপাত্র শেখ মোস্তাফিজুর রহমান।

জোটের মুখপাত্র এবিএম রুহুল আমীন হাওলাদার বলেন, ‘জোটগতভাবে এরশাদের নেতৃত্বে ঐক্যবদ্ধ নির্বাচনের মাধ্যমে সম্মিলিত জাতীয় জোট আগামীতে ক্ষমতায় যাবে। কেন্দ্রীয়ভাবে লিয়াজো কমিটি হয়ে গেছে। জেলা উপজেলায় ঈদের পরে হবে। জোটগতভাবে যৌথসভা করে নির্বাচনি কৌশল ঠিক করা হবে।’

জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে