বুধবার, ০৭ জুন, ২০১৭, ০১:১১:২১

আগামী নির্বাচনে আ'লীগের হ্যাট্রিক জয় হবে: ওবায়দুল কাদের

আগামী নির্বাচনে আ'লীগের হ্যাট্রিক জয় হবে: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক: আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হ্যাট্রিক জয় হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
 
বুধবার সকালে ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে রাজধানীর ধানমণ্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সামনে এ মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, পরবর্তী (একাদশ) জাতীয় নির্বাচনেও জয়ী হয়ে আওয়ামী লীগ সরকার গঠন করবে। সেটা হবে আওয়ামী লীগের হ্যাট্রিক জয়। আর ওই নির্বাচনের মাধ্যমে বিএনপির হ্যাট্রিক পরাজয় হবে।
 
এর আগে সকাল সাড়ে ৮টায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তার সঙ্গে আওয়ামী লীগের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে