মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০১৫, ০১:৩৮:০০

‘সংখ্যালঘুদের জমি দখলে এমপির লোকজন’

‘সংখ্যালঘুদের জমি দখলে এমপির লোকজন’

নিউজ ডেস্ক : সংখ্যালঘুদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এবং আইন ও সালিস কেন্দ্রের পরিচালক অ্যাডভোকেট সুলতানা কামাল। তিনি বলেন, ‘এ দেশ আমার আপনার সবার। এখানে যারা হিন্দু-মুসলমানের বিভেদ সৃষ্টি করে তারা সার্বভৌমত্বে বিশ্বাস করে না। তারা দেশ ও জাতির শত্রু। তিনি আরও বলেন, রণবাগ এলাকার সংখ্যালঘুদের আর্তনাদ আমাকে হতবাক করেছে। তারা এ দেশেই থাকতে চায়। নিরাপত্তা নিয়ে তারা খুবই সংশয়ে। মানবাধিকার কর্মীদের যাওয়ার কথা শুনে সংসদ সদস্যের লোকজন চা বাগানের গাছ তুলে ফেলেন ও দখলকৃত শ্মশানঘাটের রাস্তাও খুলে দেন। এ থেকেই বোঝা যায় সংসদ সদস্যের জমি দখল করার প্রক্রিয়া। তারা কান্নাজড়িত কণ্ঠে অভিযোগ করে বলেন, স্থানীয় সংসদ সদস্য ক্ষমতাশালী। তার বিরুদ্ধে কোনো কথা বলা যায় না। কিছু বলতে গেলেই চলে জমি দখল আর নির্যাতন। রবিবার ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার রণবাগে সংখ্যালঘুদের জমি দখল এলাকা পরিদর্শন শেষে সন্ধ্যায় ঠাকুরগাঁও প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন ব্যারিস্টার সারা হোসেন, সুপ্রিমকোর্টের অ্যাডভোকেট তোবারক হোসেন, এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা, অর্পিত সম্পত্তি আইন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী, বাংলাদেশ পূজা উদ্যাপন কমিটির সদস্য কাজল দেবনাথ ও ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি আবু তোরাব মানিক। -বিডি প্রতিদিন ২৬ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে