মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০১৫, ০২:১৪:৫৫

ভূমিকম্পে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

ভূমিকম্পে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আফগান-পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্পে জান-মালের ক্ষয়ক্ষতিতে গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে বলেন, শেখ হাসিনা নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। দক্ষিণ এশিয়ায় ৭ দশমিক ৫ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে ১২ জন আফগান বালিকাসহ ১৮০ ব্যক্তি নিহত হয়েছে। এতে প্রায় ১ হাজার মানুষ আহত হয়েছে। শত শত ঘর-বাড়ি ধ্বংস হয়ে গেছে। ভূমিকম্পের কারণে আফগানিস্তান, পাকিস্তানের হাজার হাজার মানুষ ছুটে রাস্তায় নেমে আসেন। যুক্তরাষ্ট্রের জিওগ্রাফিক্যাল সার্ভের ভাষ্যমতে, এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের দক্ষিণ-পূর্বে জুর্মের কাছে। এটি আফগান রাজধানী কাবুল থেকে ২৫০ কিলোমিটার দূরে অবস্থিত। ২৬ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে