বৃহস্পতিবার, ০৮ জুন, ২০১৭, ১২:৩৩:৪৭

পবিত্র রমজানে বিমানের বিশেষ অফার

পবিত্র রমজানে বিমানের বিশেষ অফার

নিউজ ডেস্ক : পবিত্র রমজান উপলক্ষে দেশের অভ্যন্তরীণ রুটে বিশেষ অফার ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ অফার বিজনেস ও ইকোনমি ক্লাসের টিকিটের ক্ষেত্রে প্রযোজ্য হবে। গতকাল পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিমান জানিয়েছে, এ রমজান অফার ১৮ই জুন পর্যন্ত বহাল থাকবে।

এ সময়ে ঢাকা- রাজশাহী, ঢাকা-সৈয়দপুর, ঢাকা-যশোর, ঢাকা-বরিশাল এবং ঢাকা-সিলেট রুটে সর্বনিম্ন ২০০০ টাকা (সব ধরনের করসহ), ঢাকা-কক্সবাজার রুটে ৩৫০০ টাকা, ঢাকা-চট্টগ্রাম রুটে ২৫০০ টাকায় টিকিট পাওয়া যাবে। রিটার্ন যাতায়াতের ক্ষেত্রে সব রুটের ভাড়াগুলো দ্বিগুণ হবে।

এছাড়া বিজনেস ক্লাসে বিশেষ অফারের আওতায় ঢাকা-চট্টগ্রাম ৫৫০০ টাকা, ঢাকা-সিলেট ৫০০০ টাকা এবং ঢাকা- কক্সবাজার ৮০০০ টাকায় টিকিট পাওয়া যাবে। বিমানের সেলস সেন্টার, ট্রাভেল এজেন্ট এবং বিমানের ওয়েবসাইট থেকে টিকিট কেনা যাবে।
জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে