বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০১৫, ০৭:৩৬:০১

‌‘বড়ভাইয়েরও বড়ভাই আছে, তাদের ধরতে হবে’

  ‌‘বড়ভাইয়েরও বড়ভাই আছে, তাদের ধরতে হবে’

ঢাকা : বিদেশি হত্যাকাণ্ডে কিলিং মিশনের নির্দেশ দাতা বড় ভাইয়েরও বড়ভাই আছে, যারা আড়ালে থেকে এ হত্যাকাণ্ডের নীল নকশা করছে। বৃহস্পতিবার সকালে রাজধানীর শিল্পকলা একাডেমীতে এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক সাবেক মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এ আলোচনা সভার আয়োজন করে। হাছান মাহমুদ বলেন, বিদেশি হত্যাকাণ্ড দেশ ও সরকারবিরোধী গভীর ষড়যন্ত্রের অংশ। এ ধরনের গুপ্তহত্যা বন্ধ করতে হলে বড়ভাইয়ের বড় ভাইদের ধরতে হবে। তিনি বলেন, আমরা আগেই বলেছিলাম এ হত্যাকাণ্ডের পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে। বিদেশের কাছে দেশ ও সরকারের ভাবমূর্তি নষ্ট এবং দেশে অর্থনৈতিক ধস নামানোর উদ্দেশ্যে এ ষড়যন্ত্র হচ্ছে। হত্যাকারীরা ধরা পড়ার পর তাদের বক্তব্যেই তা স্পষ্ট হয়েছে। বিএনপি নেতাদের উদ্দেশ্যে হাছান মাহমুদ বলেন, আপনারা যেসব মৌলবাদীদের নিয়ে জোট গঠন করেছেন তাদের অনেকের রাজনৈতিক দর্শন হচ্ছে বাংলাদেশকে আফগানিস্তানে পরিণত করা। আপনারা যখন জঙ্গি ও মৌলবাদীদের পাশে বসিয়ে সংবাদ সম্মেলনে অস্বীকার করে বলেন আপনারা মৌলবাদের পৃষ্ঠপোষক নন তখন জাতির সঙ্গে তামাশা ছাড়া আর কিছুই নয়। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেতাকর্মীদের উদ্দেশ্যে হাছান মাহমুদ বলেন, বাংলাদেশের ভাষা আন্দোলন, স্বাধীকার আন্দোলন, স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ বিভিন্ন জাতীয় আন্দোলনে রাজনৈতিক নেতাকর্মীদের পাশাপাশি সাংস্কৃতিক কর্মীরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল। সাংস্কৃতিক আন্দোলন যত বেশি জোরালো হবে মৌলাবাদ ও সাম্প্রদায়িক শক্তি তত অবদমিত থাকবে। সভায় সভাপতিত্ব করেন সাংস্কৃতিক জোটের সিনিয়র সহ-সভাপতি অভিনেতা এটিএম শামসুজ্জামান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুক এমপি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক আখতারুজ্জামান, আওয়ামী লীগ নেতা শাহে আলম মুরাদ, বলরাম পোদ্দার, এম এ করিম, অরুণ সরকার রানা প্রমুখ। ২৯ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে