বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০১৫, ১১:২৬:৫২

৩৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হতে পারে ৮ জানুয়ারি

৩৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হতে পারে ৮ জানুয়ারি

নিউজ ডেস্ক : ৩৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে ২০১৬ সালের ৮ জানুয়ারি। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) প্রাথমিকভাবে এ সিদ্ধান্ত নিয়েছে বলে সূত্রে জানা গেছে। বৃহস্পতিবার বিকেলে পিএসসির চেয়ারম্যান ইকরাম আহমেদ একটি নিউজ পোর্টালকে বলেন, এটাতো আমরা এখনো পাবলিশ করিনি। সপ্তাহ খানেকের মধ্যে জানতে পারবেন। তবে আলোচনা হয়েছে। ২০১৬ সালের ৮ জানুয়ারি ৩৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার বিষয়ে তিনি বলেন, একটু ধীরেই আমরা তারিখটা জানাব। তবে জানুয়ারির শুরুর দিকে পরীক্ষা নেয়ার চেষ্টা করব। তিনি বলেন, প্রশ্ন তৈরি, কেন্দ্র পাওয়া, পরিদর্শক, আইনশৃংখলাবাহিনী- সবকিছু মিলিয়ে পরীক্ষা নেয়া সময়সাপেক্ষ ব্যাপার। তবে দ্রুত সময়ের মধ্যে পরীক্ষা নেয়া ও ফলাফল প্রকাশের চেষ্টা করব। এর আগে গত ৩১ মে ৫৪২টি সাধারণ ক্যাডারের পদসহ মোট ২ হাজার ১৮০টি শূন্যপদে নিয়োগ দিতে ৩৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি। ১৪ জুন থেকে শুরু হওয়া আবেদনের সময়সীমা শেষ হয় গত ২৩ জুলাই। পিএসসির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, সেপ্টেম্বরে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। এ সময়ের মধ্যে পরীক্ষা না হওয়ার বিষয়ে পিএসি চেয়ারম্যান জানিয়েছিলেন, আগামী নভেম্বরেও পরীক্ষা নেয়া সম্ভব হবে না। ২৯ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে