শুক্রবার, ৩০ অক্টোবর, ২০১৫, ১২:০৭:৫৩

পদত্যাগ করে সুর পাল্টালেন শমসের মবিন চৌধুরী

পদত্যাগ করে সুর পাল্টালেন শমসের মবিন চৌধুরী

নিউজ ডেস্ক : পদত্যাগ করে পাল্টে গেলেন শমসের মবিন চৌধুরী। বিএনপির বর্তমান নীতি ও কার্যধারা নিয়ে প্রশ্ন তুললেন তিনি। দলটির সদ্য পদত্যাগ করা ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী জিয়াউর রহমানের নীতি ও আদর্শ অনুযায়ী বিএনপি চলছে কিনা সে প্রশ্নও তোলেন। বৃহস্পতিবার রাজধানীর বনানীর ডিওএইচএসে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। শমসের মবিন চৌধুরী বলেন, অনেকের মতো আমার মনেও প্রশ্ন জাগে জিয়াউর রহমানের গড়া বিএনপি এখন কি সেই নীতি ও আদর্শ অনুযায়ী চলছে? তিনি বলেন, এখন রাজনীতিতে অধঃপতন ঘটেছে। এটা অনাকাঙ্ক্ষিত। দেশে কতটুকু গণতন্ত্র আছে তা নিয়ে অনেকের মতো এ নেতাও সন্দেহ পোষণ করেন। তিনি বলেন, রাজনীতিবিদরা অনেক ভুল করছেন, যেটা দেশের মানুষ আশা করে না। দেশের মানুষ সুস্থ রাজনীতি চায়। রাজনীতিতে সহিংসতা ও দমনপীড়ন চায় না তারা। শমসের মবিন চৌধুরী রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা যে দলিই করেন না কেন, দেশের জনগণের মতামত প্রকাশের অধিকার প্রতিষ্ঠার জন্য গঠনমূলক রাজনীতি করুন। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে এ ধারা খুব দ্রুতই পরিবর্তন হয়ে যাচ্ছে। তিনি বলেন, আমি একজন মুক্তিযোদ্ধা। আমি কখনো মুক্তিযুদ্ধের মূল্যবোধের বাইরে যাব না। দলের চেয়ারপারসন যদি আপনার পদত্যাগপত্র গ্রহণ না করেন তবে কি করবেন— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কূটনীতিক থেকে রাজনীতিবিদ হওয়া শমসের মবিন চৌধুরী বলেন, মানুষ নিজে রাজনীতি করে এবং ছাড়তে পারে। আমি যখন পদত্যাগপত্র দিয়েছি তখন থেকেই কার্যকর হয়েছে। বুধবার সন্ধ্যায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে পদত্যাগপত্র জমা দেন শমসের মবিন চৌধুরী। বিএনপি চেয়ারপারসনের ঘনিষ্ঠ বলে দলের মধ্যে পরিচিত ছিলেন তিনি। তিনি এমন সময়ে দল থেকে পদত্যাগ করলেন, যখন খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছেন। ২৯ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে