মঙ্গলবার, ০১ আগস্ট, ২০১৭, ০৭:২৫:৪২

‘শেখ হাসিনার মাঝে বিশ্বনেতারা নেতৃত্বের ক্যাপ্টেনকে খুঁজে পান’

‘শেখ হাসিনার মাঝে বিশ্বনেতারা নেতৃত্বের ক্যাপ্টেনকে খুঁজে পান’

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাঝে বিশ্বনেতারা নেতৃত্বের ক্যাপ্টেনকে খুঁজে পান। বর্তমান প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বিশ্বে মর্যাদাশীল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী।

মঙ্গলবার শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী যুবলীগ আয়োজিত মাসব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাজধানীর শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

কৃষিমন্ত্রী বলেন, শেখ হাসিনা এখন শুধু বাংলাদেশের নেতা নন, আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত বিশ্বনেত্রী। বিশ্বনেতারা তাকে খুবই গুরুত্ব দেন। বর্তমান প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বিশ্বে মর্যাদাশীল। তাই অনেক প্রতিকূলতাকে অতিক্রম করে দৃঢ় মনোবল নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি।

যুব সমাজের উদ্দেশ্যে বেগম মতিয়া চৌধুরী বলেন, দেশের প্রতিটা আন্দোলন সংগ্রামে এদেশের যুব সমাজ হাসতে হাসতে জীবন দিয়ে গেছে। এর উদাহরণ হিসেবে তিনি শহীদ নূর হোসেনের কথা উল্লেখ করেন।

কৃষিমন্ত্রী বলেন, যখন প্রধামন্ত্রী শেখ হাসিনার পরিবারের তুলনা অন্য কোন পরিবারের সাথে করা হয় আমি তখন অবাক হই। এখানে তুলনা হয় কিভাবে। শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় ও কন্যা সায়মা ওয়াজেদ পুতুল যে উচ্চতায় গেছে তাদের সঙ্গে হাওয়া ভবন সৃষ্টিকারি, মানিলন্ডারিং মামলার আসামীদের তুলনা হতে পারে না।

সবার জন্য উন্মুক্ত এই প্রদর্শনী আগামী ৩১ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১১ টা থেকে শুরু হয়ে রাত ৮ টা পর্যন্ত চলবে। যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সংসদ সদস্য ও সঙ্গীত শিল্পী মমতাজ বেগম প্রমুখ বক্তব্য রাখেন।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে