সোমবার, ০২ নভেম্বর, ২০১৫, ০২:২১:৪১

সরকারি চাকরিজীবীদের জন্য দারুণ সুখবর

সরকারি চাকরিজীবীদের জন্য দারুণ সুখবর

ঢাকা : ২০১৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রীসভা। আগামী বছর মোট ২২ দিন সরকারি ছুটি থাকবে বলে এ তালিকায় উল্লেখ করা হয়। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রীসভার নিয়মিত বৈঠকে এই তালিকা অনুমোদন করা হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, ২০১৬ সালের জন্য ১৪ দিন সাধারণ ছুটি ও নির্বাহী আদেশে আট দিন সরকারি ছুটি মিলিয়ে মোট ২২ দিন ছুটি থাকবে। এর মধ্যে চার দিন শুক্র-শনিবার। এছাড়া, বাংলা নববর্ষ ও বিভিন্ন ধর্মীয় দিবস উপলক্ষে আট দিন সরকারি ছুটি থাকবে। কোনও বন্ধের দিনে এসব ছুটি পড়েনি। তিনি জানান, বিভিন্ন সম্প্রদায়ভুক্ত কর্মচারীদের ধর্মীয় অনুষ্ঠানে আরও তিন দিনের ঐচ্ছিক ছুটি অনুমোদন করা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম এলাকার নৃ-গোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব বৈসাবি উপলক্ষ্যে সেখানে ২৯ চৈত্র ও ২ বৈশাখ ঐচ্ছিক ছুটির সুযোগ থাকবে। ওই সম্প্রদায়ের সদস্যরা এ দুই দিন ঐচ্ছিক ছুটি নিতে পারবেন।২০১৬ সালের বর্ষপঞ্জিতেও এই ঐচ্ছিক ছুটি অন্তর্ভুক্ত হবে। ২ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে