সোমবার, ১১ নভেম্বর, ২০২৪, ১১:৪৫:১৯

প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে যে পরামর্শ দিলেন শফিক রেহমান

প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে যে পরামর্শ দিলেন শফিক রেহমান

এমটিনিউজ২৪ ডেস্ক : লাল গোলাপখ্যাত দেশবরেণ্য সাংবাদিক শফিক রেহমান দেশের রাজনীতিবিদদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন।

সোমবার (১১ নভেম্বর) নিজের ৯০তম জন্মদিনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় তিনি এ আহ্বান জানান।

 এ সময় প্রধান উপদেষ্টাকে পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূসকে জনসম্পৃক্ততা বাড়ানো প্রয়োজন।’
 
নির্বাচন ইস্যুতে বর্ষীয়াণ সাংবাদিক আরও বলেন, ‘নির্বাচন দেয়া গুরুত্বপূর্ণ। কিন্তু ক্ষমতায় আসবে কে? দেশ কে চালাবে? তাদের সে রকম মানুষ হতে হবে।’

এ সময় দেশের তথাকথিত উন্নয়ন নিয়েও কথা বলেন তিনি। শফিক রেহমান বলেন, ‘উন্নয়ন মানে পদ্মাসেতু আর মেট্রোরেল নয়। উন্নয়ন বলতে তিনটি জিনিস গুরুত্বপূর্ণ- স্বর্ণের দাম কত, ডলারের দাম কত আর বাজারে নিত্যপণ্যের দাম কত?’
 
তিনি দেশের বর্তমান অবস্থা, রাজনৈতিক ভবিষ্যৎসহ দেশের সাংবাদিকদের অনিশ্চিত জীবন নিয়ে ভাবারও পরামর্শ দেন। একইসঙ্গে আওয়ামী লীগ সরকারের দেয়া সাংবাদিকদের বিরুদ্ধে সব মিথ্যা মামলা তুলে নিতে অন্তর্বর্তী সরকারের কাছেও আহ্বান জানান বর্ষীয়ান এই সাংবাদিক। 
 
আওয়ামী লীগ সরকারের নির্যাতনের শিকার হয়ে ২০১৮ সালে দেশ ছাড়েন শফিক রেহমান। দীর্ঘদিন পরে গত ১৮ আগস্ট যুক্তরাজ্য থেকে বাংলাদেশে ফেরেন তিনি।  

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে