‘বিদেশে বসে বিদেশি হত্যার নির্দেশ খালেদার : হাসিনা
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার আন্দোলন মানুষ পুড়িয়ে মারার আন্দোলন। দেশে রাজনৈতিকভাবে পরাজিত হয়ে তিনি বিদেশে বসে বিদেশি হত্যার নির্দেশ দিচ্ছেন।
জেলহত্যা দিবস উপলক্ষে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এক জনসভায় সোমবার বিকেলে এসব কথা বলেন তিনি।
আওয়ামী লীগ এ জনসভার আয়োজন করে।
সোমবার দুপুর ১টা থেকে নেতাকর্মীরা দলে দলে উদ্যানে উপস্থিত হতে শুরু করেন। বিকেল সাড়ে ৩টার দিকে জনসভা জনসমুদ্রে পরিণত হয়। জনসভায় কেন্দ্রীয় নেতারা প্রথমে বক্তব্য দেন।
৩টায় জনসভায় উপস্থিত হন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনসভায় সভাপতিত্ব করছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী।
এদিকে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা হওয়ায় এর আশপাশের সব রাস্তায় প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়েছে। এতে সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানকে ঘিরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের পাশের গেটটি সংরক্ষিত রাখা হয়েছে ভিআইপিদের জন্য।
অপরদিকে জনসভায় আগতদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনের গেট, রমনা কালী মন্দির সংলগ্ন গেট ও তিন নেতার মাজার সংলগ্ন গেটটি খোলা রাখা হয়েছে।
২ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�