নিউজ ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, রাজনৈতিক দলগুলো দাবি করলেও নির্বাচন কমিশন যদি মনে করে সেনাবাহিনী ছাড়া নির্বাচন সম্ভব নয়, তা হলেই আগামী নির্বাচনে সেনা মোতায়েন করা হবে। মঙ্গলবার দুপুরে গাজীপুরের কাপাসিয়ায় মতবিনিময় সভা শেষে এ কথা বলেন তিনি।
সিইসি বলেন, 'নির্বাচন আসলে যদি রাজনৈতিক দলগুলোর বিশ্লেষণ থাকে যে সেনা মোতায়েন জরুরী, আমরা যদি দেখি সেনা মোতায়েন ছাড়া নির্বাচন করা সম্ভব না তখন সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নেয়া হবে, এর এখনো সময় আসেনি। 'না' ভোটের কথা বলেছেন অনেকেই। কিন্তু এটা আমরা সিদ্ধান্ত দিতে পারবো না। এটার আইন প্রণয়ন করবে সংসদ। তারা চাইলে এটা হবে। আর পরিস্থিতি চাইলেই নির্বাচনে সেনা মোতায়েন করা হবে'।
'২২ আগস্ট ২০১৭/এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর