নিউজ ডেস্ক : শহীদ মিনারে নায়করাজ রাজ্জাককে শেষ শ্রদ্ধা নিবেদন পর্বের শুরুতেই আওয়ামী লীগের পক্ষে বানিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ ও দলের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শ্রদ্ধা নিবেদন করেন।
ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, নায়করাজ রাজ্জাক বাংলা চলচ্চিত্রে অসামান্য অবদান রেখে গেছেন। তার চলে যাওয়ায় অপূরণীয় ক্ষতি হয়ে গেল আমাদের চলচ্চিত্রের। এ শূন্যস্থান কখনও পূরণ হওয়ার নয়। তিনি ঢাকাই চলচ্চিত্রের উত্তম কুমার ছিলেন।
বাংলা চলচ্চিত্রের সাদাকালো যুগ থেকে শুরু করে রঙিন যুগ পর্যন্ত দীর্ঘ ৫ দশক দাপটের সঙ্গে অভিনয় করে একাই বাংলাদেশের চলচ্চিত্রকে টেনে নিয়ে যাওয়া এ অভিনেতাকে সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জাসান নূর ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও নায়ক রাজ্জাকের প্রতি শেষ শ্রদ্ধা জানানো হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম খান, পরিচালক গাজী মাজহারুল আনোয়ার, নায়ক উজ্জ্বলসহ আরো অনেকে শ্রদ্ধা নিবেদন করেন।
গাজী মাজহারুল আনোয়ার বলেন, রাজ্জাকের মতো সংস্কৃতিমনা মানুষ চলচ্চিত্রঙ্গনে খুব কম দেখেছি। সারা জীবন তিনি সংগ্রামী চেতনা ধারণ করে গেছেন। দীর্ঘ ৫০ বছরের চলচ্চিত্র যাত্রায় তার সাথে অনেক স্মৃতি রয়েছে। আমাদের সৌভাগ্য আমরা তার মতো একজন গুণী শিল্পীর সান্নিধ্যে আসতে পেরেছিলাম।
আজ এই মহানায়ককে একনজর দেখতে ও শ্রদ্ধা জানাতে স্কুল-কলেজের শিক্ষার্থী, দেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন বয়সী মানুষ এবং রাজধানী ও এর আশেপাশের এলাকা থেকে গৃহিনী ও শিশুসহ নানা বয়সী মানুষ কেন্দ্রীয় শহীদ মিনারে ছুটে আসেন। নারী-পুরুষের পৃথক দু’টি লাইন মরদেহের বেদী থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গেইট পর্যন্ত গিয়ে ঠেকেছে। সবার হাতে ছিল লাল গোলাপসহ নানা ফুল।
এমটিনিউজ/এসএস