বুধবার, ২৩ আগস্ট, ২০১৭, ০১:১৩:৪২

প্রধান বিচারপতির খাসকামরায় ১ ঘন্টা গওহর রিজভী

প্রধান বিচারপতির খাসকামরায় ১ ঘন্টা গওহর রিজভী

নিউজ ডেস্ক : সুপ্রিম কোর্ট ভবনে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে তার খাসকামরায় সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। গতকাল বেলা ৩টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সময়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ ব্যাপারে সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজ সাংবাদিকদের জানান, বৈঠকে ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে আলোচনা হয়েছে।

এর আগে ৩ জুলাই বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে আনা সংবিধানের ষোড়শ সংশোধনীকে অবৈধ ও বাতিল ঘোষণা করে দেওয়া হাই কোর্টের রায় বহাল রাখে আপিল বিভাগ। পরে ১ আগস্ট আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ সাত বিচারপতির স্বাক্ষরের পর ৭৯৯ পৃষ্ঠার এ রায়ের অনুলিপি প্রকাশিত হয়। কিন্তু এরপর রায়ে বঙ্গবন্ধু ও জাতীয় সংসদকে অবমাননার অভিযোগ তুলে প্রতিক্রিয়া জানানো শুরু করেন সরকারের কয়েকজন মন্ত্রী ও আওয়ামী লীগ নেতারা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক অনুষ্ঠানে বলেন, রায় দেওয়ার আগে প্রধান বিচারপতির পদত্যাগ করা উচিত ছিল। সর্বশেষ বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের পক্ষ থেকে প্রধান বিচারপতির পদত্যাগ দাবি করে আলটিমেটাম দেওয়া হয়। তবে আপিল বিভাগের রায়কে স্বাগত জানান বিএনপি ও জাতীয়তাবাদী আইনজীবীরা।

এরই মধ্যে প্রধান বিচাপতির বাসভবনে গিয়ে সাক্ষাৎ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি প্রধান বিচারপতিকে আওয়ামী লীগের দলীয় অবস্থান জানিয়ে আসেন বলে গণমাধ্যমকে জানান।

এরপর রায় ইস্যুতে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আইনমন্ত্রী আনিসুল হক ও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এরই ধারাবাহিকতায় গতকাল প্রধান বিচারপতির খাসকামরায় গেলেন প্রধানমন্ত্রীর এক উপদেষ্টা।
এমটিনিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে