বুধবার, ২৩ আগস্ট, ২০১৭, ০৫:০০:২৪

প্রধান বিচারপতিকে সরিয়ে নেয়ার উদ্যোগ নিয়েছে সরকার : রিজভী

প্রধান বিচারপতিকে সরিয়ে নেয়ার উদ্যোগ নিয়েছে সরকার : রিজভী

নিউজ ডেস্ক : মানসিক অসুস্থতার অজুহাতে বর্তমান সরকার প্রধান বিচারপতিকে তার পদ থেকে সরিয়ে নেয়ার উদ্যোগ গ্রহণ করেছে বলে জনমনে শঙ্কা সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় রিজভী এ মন্তব্য করেন। মশিউর রহমান যাদু মিয়ার জেষ্ঠ্যপুত্র শফিকুল গানি স্বপনের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে 'চলমান অস্থিরতা: কোন পথে বাংলাদেশ' শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ও বাংলাদেশ ন্যাপ।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলে সুপ্রিমকোর্টের রায়ে সরকার এখন দিগ্বিদিকশূন্য হয়ে পড়েছে। কারণ বর্তমান সরকারের আমলে সমাজের ভয়ঙ্কর পরিস্থিতি সুপ্রিমকোর্টের রায়ের পর্যবেক্ষণে উঠে এসেছে। এ জন্য সরকার দিদ্বিদিকশূন্য হয়ে গেছে। সরকার এখন পাগলের মতো বকছে। তাই তো ব্যারিস্টার তাপসদের মতো আইনজীবীরা প্রধান বিচারপতির পদত্যাগ দাবি করেছে।

তিনি বলেন, এখন তো সন্দেহ তৈরি হয়েছে সরকার প্রধান বিচারপতিকে ‘মানসিক অসুস্থ’ আখ্যা দিয়ে তাকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে কোনো অশুভ উদ্দেশ্য সাধন করে কি না? আসলে দেশের মানুষ চায় শুধু আওয়ামী লীগের অপসারণ। কেননা সরকারের জ্বালা ধরেছে সুপ্রিমকোর্টের ভূমিকায়। এই জন্য তারা যা তা বকছেন। আমার তো মনে হয় একদিন দেখা যাবে তাপসরা প্রধানমন্ত্রীরও পদত্যাগ দাবি করবেন। পরিস্থিতি এখন এমন পর্যায়ে গেছে।

আয়োজক সংগঠনের মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়ার সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মাদ রহমতউল্লাহ, জাতীয় দলের চেয়ারম্যান অ্যাড. সৈয়দ এহসানুল হুদা, এনডিপির ভারপ্রাপ্ত মহাসচিব মঞ্জুর হোসেন ঈশা প্রমুখ।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে