নিউজ ডেস্ক : প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মীনি ও আওয়ামী লীগের মহিলা বিষয়ক সাবেক সম্পাদক আইভি রহমানের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ (২৪ আগস্ট) বৃহস্পতিবার। ২০০৪ সালের এই দিনে আওয়ামী লীগের সামাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় গুরুতর আহত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চার দিন পর তিনি মৃত্যু বরণ করেন।
দিবসটি পালন করতে আওয়ামী লীগ এবং মরহুমের পরিবার ছাড়াও বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে। সকাল সাড়ে ৮টায় বনানী কবরস্থানে মরহুমের প্রতি শ্রদ্ধা জানাবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। এছাড়া বাদ আছর পরিবারের পক্ষ থেকে গুলশানে আইভি কনকর্ড টাওয়ারে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে ভৈরবে দিনব্যাপী নানা কর্মসূচীর আয়োজন করা হয়েছে। এর মধ্যে ভৈরব বাজারস্থ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, খতমে কোরআন ও আইভী রহমানের নিজ বাড়িতে কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
আইভি রহমানের পুরো নাম বেগম জেবুন্নেছা আইভি। ১৯৪৪ সালের ৭ জুলাই কিশোরগঞ্জ জেলার ভৈরব শহরের চন্ডিবের গ্রামের সম্ভ্রান্ত কামাল সরকারের বাড়িতে তিনি জন্মগ্রহণ করেন।
তার বাবার নাম জালাল উদ্দিন আহমেদ। তিনি ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ। মা হাসিনা বেগম ছিলেন গৃহিণী । ৮ বোন ৪ ভাইয়ের মধ্যে আইভি রহমান পঞ্চম ছিলেন। রাজনৈতিক সম্পর্ক ছাড়াও আইভি রহমান বঙ্গবন্ধুর পরিবারের সঙ্গে পারিবারিকভাবে সম্পৃক্ত ছিলেন।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস