বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০১৭, ০৪:৩৩:৪২

আ.লীগই পরিকল্পিতভাবে ২১ আগস্ট গ্রেনেড হামলা ঘটিয়েছে : রিজভী

আ.লীগই পরিকল্পিতভাবে ২১ আগস্ট গ্রেনেড হামলা ঘটিয়েছে : রিজভী

নিউজ ডেস্ক : আওয়ামী লীগই পরিকল্পিতভাবে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার দুপুরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী ওলামাদল আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, ‘চাপ সৃষ্টি করতে এবং দেশের মানুষের কাছে জনপ্রিয়তা পেতে আওয়ামী লীগের সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রেনেড হামলার দায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ওপর চাপাচ্ছেন।’

সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পক্ষে যারা কথা বলেছেন বিভিন্ন মহল থেকে তাদের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির এ সিনিয়র যুগ্ম মহাসচিব।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে