নিউজ ডেস্ক : ষোড়শ সংশোধনী বাতিল হওয়ায় বিএনপি ক্ষমতায় যাওয়ার যে রঙিন খোয়াব দেখেছিল, তা ভণ্ডুল হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বিএনপির এ রঙিন স্বপ্ন কোনোদিনই পূরণ হবে না।’
বৃহস্পতিবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, ‘একুশে আগষ্ট গ্রেনেড হামলা মামলার বিচারের রায় এ সরকারের আমলেই শেষ হবে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আবদুর রহমান, আহমদ হোসেন, এনামুল হক শামীম, আবদুস সোবহান গোলাপ, সুজিত রায় নন্দী, রোকেয়া সুলতানা, বিপ্লব বড়ুয়া প্রমুখ। আওয়ামী লীগ ছাড়াও মরহুমের পরিবারের সদস্যরা এ সময় ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
উল্লেখ্য, ২০০৪ সালের একুশে আগষ্ট গ্রেনেড হামলায় গুরুতর আহত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিনী বেগম আইভি রহমান। আইভি রহমানের মুত্যৃবার্ষিকী উপলক্ষে বাদ আসর তার বাসভবন গুলশানের আইভি কনকর্ডে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
এমটিনিউজ/এসএস