মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০১৫, ১২:২০:৫৩

বরখাস্ত হলেন খুলনার সিটি মেয়র মনি

বরখাস্ত হলেন খুলনার সিটি মেয়র মনি

ঢাকা : খুলনা সিটি করপোরেশনের মেয়র মনিরুজ্জামান মনিকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। সিটি করপোরেশনে পাঠানো এক ফ্যাক্স বার্তার মাধ্যমে এ তথ্য জানানো হয়। স্থানীয় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপসচিব আবদুর রউফ মিয়া স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, খুলনা থানার এক নাশকতার মামলায় বিএনপি নেতা মেয়র মনিরুজ্জামানের বিরুদ্ধে চার্জশিট আদালতে গৃহীত হওয়ায় রাষ্ট্রপতির নির্দেশে তাকে মেয়রের পদ থেকে বরখাস্ত করা হয়। মেয়র মনিরুজ্জামান মনির দপ্তর থেকে এ সংক্রান্ত চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মনিরুজ্জামান মনি বিএনপির খুলনা মহানগরের সাধারণ সম্পাদক। ২০১৩ সালে অনুষ্ঠিত খুলনা সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র পদে মনিরুজ্জামান বিজয়ী হন। বাংলাদেশ সংবিধান আইন অনুযায়ী ২০১৮ সালের জুন পর্যন্ত তার মেয়াদ ছিল। উল্লেখ্য, বিগত দুই বছরে সারাদেশে ইউপি মেম্বার, ইউপি চেয়ারম্যান, কাউন্সিলর, পৌর মেয়র, উপজেলা চেয়ারম্যান, সিটি করপোরেশনের মেয়রসহ প্রায় দুই শতাধিক জনপ্রতিনিধিকে বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। ২ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/এমইউ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে