নিউজ ডেস্ক : যান্ত্রিক ত্রুটিতে বন্ধ হয়ে গেল ফেসবুক। হঠাৎ করেই ফেসবুক বন্ধ হয়ে যাওয়াতে মাথায় হাত ফেসবুক ব্যবহারকারীদের। ফেসবুক লগ ইন কিংবা স্ক্রল করতে গেলেই মেনটেনেন্সের কাজ চলছে বলে ফেসবুকের তরফে একটি মেসেজ দেওয়া হচ্ছে।
একই সঙ্গে বলা হচ্ছে খুব দ্রুত এই সমস্যার সমাধান করা হবে। মনে করা হচ্ছে, হঠাৎ করে সার্ভার বসে যাওয়াতেই এই বিপত্তি। যদিও তৎকালীন তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা হচ্ছে।
বেসরকারি এক প্রতিষ্ঠানে কর্মরত মি. রহমান জানান, সন্ধ্যার পর থেকে কারও পোস্টে লাইক, কমেন্ট করা যাচ্ছে না। সব সাদা হয়ে যাচ্ছে। লাইক অপশনে ক্লিক করলেই লেখা প্লিজ ট্রাই এগেইন সুন। ফেসবুকে ঢুকলে আর বের হওয়া যাচ্ছে না। কোনো পোস্টও শেয়ার দেয়া যাচ্ছে না।
এরিনা ওয়েব সিকিউরিটির সিইও, সাইবার একাত্তরের এক অ্যাডমিন বলেন, ফেসবুকে সার্ভার ডাউন আছে। ফেসবুক মাঝে মাঝে তাদের সার্ভারে উন্নয়নের কাজ করে। এতে ব্যবহারকারীরা সমস্যায় পড়েন। শুধু বাংলাদেশেই নয়, সারাবিশ্বেই এই সমস্যা দেখা দিয়েছে।
এমটিনিউজ/এসএস