রবিবার, ২৭ আগস্ট, ২০১৭, ০৯:২৬:২৮

এবার ভিডিওসহ অনলাইনে গরু হাট বসিয়েছে ওয়েলপ্লাজ.কম

এবার ভিডিওসহ অনলাইনে গরু হাট বসিয়েছে ওয়েলপ্লাজ.কম

ঢাকা: আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে অনলাইনে গরু কেনাবেচা শুরু করেছে ওয়েলপ্লাজ.কম নামের একটি ই-কমার্স প্রতিষ্ঠান। আজ রোববার রাজধানীর সেগুনবাগিচায় একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে এমনটি জানিয়েছেন প্রতিষ্ঠানটির সিইও সুজন মাহমুদ।

সুজন মাহমুদ জানান, এ বছর কোরবানির বিশেষ আয়োজন হিসেবে বিভিন্ন দামের গরু বিক্রি করছে প্রতিষ্ঠানটি। দেশের প্রত্যন্ত অঞ্চলের গ্রামের কৃষকের যত্নে বেড়ে ওঠা গরুর ছবি ও ভিডিও করে ওয়েবসাইটে দেয়া আছে। তাই ক্রেতাগণ নিজ চোখেই দেখে শুনে কিনছেন তাদের গরু।

গরু ছাড়াও ওয়েলপ্লাজ.কম (www.wellpluz.com) এ আছে কসাই সার্ভিস। ঈদের দিন ও তার পরের দিন কসাই সার্ভিস পাবার জন্য ওয়েবসাইটে গিয়ে বুকিং দেয়া যাচ্ছে দক্ষ কসাই। এ ছাড়াও বিক্রি হচ্ছে কাটাকাটির জন্য কসাই সরঞ্জাম।

চমৎকার সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির সিইও সুজন মাহমুদ। তিনি আরও জানান, সাড়া বছর জুড়ে দেশের বিভিন্ন জেলার বিখ্যাত খাবার ও পণ্য পাওয়া যায় ওয়েলপ্লাজ.কম এ।

ওয়েলপ্লাজ.কম থেকে এক গরু ক্রেতা বলেন, এখানে গরুর যে দাম তা অবশ্য সাধ্যের মধ্যেই আছে। তবে গরু ব্যবসায়ীরা অল্প সময়ে গরু মোটা-তাজা করণ করতে যে সব ইনজেকশন ব্যবহার করে তাতে শরীরে রোগ ব্যাধি হবে এমনই আশংকায় আছি। তবে এখানের গরুগুলো দেখে মনে হয় না ইনজেকশন ব্যবহার করা হয়েছে।
এমটিনিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে