সোমবার, ২৮ আগস্ট, ২০১৭, ১২:৫৭:১৬

ঈদের পর ঢাকা ত্যাগ করবেন প্রধান বিচারপতি, কারণ হলো এইটা

 ঈদের পর ঢাকা ত্যাগ করবেন প্রধান বিচারপতি, কারণ হলো এইটা

নিউজ ডেস্ক: ঈদের পর সম্ভাব্য তারিখ ১০ সেপ্টেম্বর স্ত্রী সুষমা সিনহা ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মো. জাকির হোসেনকে নিয়ে ঢাকা ত্যাগ করবেন প্রধান বিচারপতি বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহা।

জাপানের টোকিওতে প্রধান বিচারপতিদের সম্মেলনে যোগ দিতে জাপান যাচ্ছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহা।  আগামী ১৮ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বর এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান বিচারপতিদের নিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে।  সম্মেলনে যোগদানের অনুরোধ জানিয়ে ইতিপূর্বে প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছিলেন জাপানের প্রধান বিচারপতি।  সেই অনুরোধে সাড়া দিয়ে ‘কনফারেন্স অব চিফ জাস্টিস অব এশিয়া অ্যান্ড দ্যা প্যাসিফিক’ শীর্ষক এই সম্মেলন যোগ দিচ্ছেন তিনি।

এদিকে এই সম্মেলনে যোগদানের পূর্বে প্রধান বিচারপতি কানাডায় যাবেন। কানাডায় বসবাসরত অসুস্থ কন্যাকে দেখতে সেখানে যাচ্ছেন তিনি।  আগামী ১০ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত তিনি কানাডায় অবস্থান করবেন। সম্মেলনে যোগদানের উদ্দেশে আগামী ১০ সেপ্টেম্বর অথবা এর নিকটবর্তী তারিখে ঢাকা ত্যাগ করবেন প্রধান বিচারপতি।
২৮ আগস্ট ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে