নিউজ ডেস্ক: বাংলাদেশ সেনাবাহিনী ৮০তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সে অফিসার পদেপুরুষ ও মহিলাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কোর্সের অন্তর্ভুক্ত পুরুষ এবং মহিলাদের অবশ্যই অবিবাহিত হতে হবে।
কোর্সের নাম:
৮০তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্স
যোগ্যতা:
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট/সমমান পরীক্ষায় যেকোনো একটিতে জিপিএ-৫ ও অন্যটিতে জিপিএ-৪.৫ প্রাপ্তরা আবেদন করতে পারবেন। ‘ও’ লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে তিনটিতে A গ্রেড, ৩টিতে B গ্রেড এবং ‘এ’
লেভেলে ২টি বিষয়েই ন্যূনতম B গ্রেডে উত্তীর্ণ হতে হবে।
অথবা
‘ও’ লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে দুটিতে A গ্রেড, ৩টিতে B গ্রেড ও একটিতে C গ্রেড এবং ‘এ’ লেভেলে দুটি বিষয়ের মধ্যে একটিতে A গ্রেড ও একটিতে B গ্রেডে উত্তীর্ণ হতে হবে।
২০১৮ সালের এইচএসসি পরীক্ষার্থীরা আবেদন করতে পারবেন। তবে এসএসসি পরীক্ষায় অবশ্যই জিপিএ-৫/সমমান থাকতে হবে।
অযোগ্যতা:
সেনা/নৌ/বিমান বাহিনী অথবা যেকোনো সরকারি চাকরি হতে অপসারিত/বরখাস্তরা আবেদন করতে পারবেন না। আইএসএসবি ( ISSB ) কর্তৃক দুইবার স্ক্রিন্ড আউট/প্রত্যাখ্যাতরা (একবার স্ত্রিন্ড আউট ও একবার প্রত্যাখ্যাত হলে আবেদন করা যাবে) আবেদন করতে পারবেন না। আপিল মেডিক্যাল বোর্ড কর্তৃক অযোগ্যরা আবেদন করতে পারবেন না।
বেতন:
প্রশিক্ষণকালীণ ক্যাডেটরা মাসিক ১০ হাজার টাকা এবং কমিশন প্রাপ্তির পর লেফটেন্যান্ট- এর বেতন ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধা প্রাপ্ত হবেন।
আবেদন প্রক্রিয়া:
২৫ আগস্ট, ২০১৭ তারিখ হতে https://ioinbangladesharmy.army.mil.bd ওয়েবসাইটের মাধ্যমে শুধু অনলাইনে আবেদন করা যাবে।
আবেদনের সময়সীমা:
আগামী ০১ অক্টোবর, ২০১৭ পর্যন্ত আবেদন করা যাবে।
বিস্তারিত জানতে ভিজিট করুন https://ioinbangladesharmy.army.mil.bd
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস