বুধবার, ৩০ আগস্ট, ২০১৭, ১২:৪৫:১৭

বিকল্প জোট গড়তে ছয় দলের নেতাদের বৈঠক

বিকল্প জোট গড়তে ছয় দলের নেতাদের বৈঠক

নিউজ ডেস্ক : দুই জোটের বাইরে একটি নতুন বিকল্প রাজনৈতিক জোট গড়ে তোলার লক্ষ্যে বৈঠক করেছেন ছয় দলের নেতারা। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর তোপখানা রোডে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে নাগরিক ঐক্য, গণফোরাম, জেএসডি, বিকল্পধারা, বাসদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতারা এ বৈঠক করেন।

রাত সাড়ে আটটার দিকে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না জানান, এটা মূলত লিয়াজোঁ কমিটির বৈঠক ছিল। অনেক বিষয় নিয়ে আলোচনা হবে। ষোড়শ সংশোধনী বাতিলের রায়কে কেন্দ্র করে সরকার যেভাবে খড়গহস্ত হয়েছে সেটার বিষয়ে আমরা উদ্বেগ প্রকাশ করেছি।

আসন্ন সংসদ অধিবেশনে এমপিরা যেন ব্যক্তিগত বা দলগত সম্মানের বিষয় মনে করে খড়গহস্ত না হয়, দেশের গণতান্ত্রিক ব্যবস্থা যেন বাধাগ্রস্ত না হয় সে বিষয়ে আলোচনা হয়েছে। ঐক্য প্রক্রিয়া প্রসঙ্গে তিনি বলেন, ঐক্য গঠনের প্রক্রিয়া অব্যাহত থাকবে। ঈদের পর কিছু কিছু কর্মসূচি পালন করা হবে।

বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, জেএসডির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বিকল্পধারার কেন্দ্রীয় নেতা মাহফুজুর রহমান টিটু, গণফোরামের প্রেসিডিয়াম সদস্য মফিজুল ইসলাম কামাল, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক, নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সমন্বয়ক শহীদুল্লাহ কায়সার, কেন্দ্রীয় নেতা মমিনুল ইসলাম, বাসদের কেন্দ্রীয় নেতা বজলুর রশীদ ফিরোজ প্রমুখ এসময় উপস্থিত ছিলেন। এমজমিন
এমটিনিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে