নিউজ ডেস্ক : গুমকে নিষ্ঠুরতা উল্লেখ করে এর জন্য সরকারকে জবাবদিহি করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
মঙ্গলবার বাংলাদেশ সময় সোয়া ১১টার দিকে এক টুইট বার্তায় তিনি এ মন্তব্য করেন। খালেদা জিয়া বর্তমানে লন্ডনে অবস্থান করছেন।
টুইট বার্তায় বিএনপি চেয়ারপারসন বলেন, ‘গুমের শিকার পরিবারের সঙ্গে দোয়ায় শরিক হয়ে সরকারকে আমি মনে করিয়ে দিতে চাই, এ নিষ্ঠুরতার জন্য অচিরেই তাদের জবাবদিহি হতে হবে।’
উল্লেখ্য, টুইটে খালেদা জিয়ার দোয়া মাহফিলে শরিক হওয়ার কথা বলা হলেও ওই অনুষ্ঠানের ব্যাপারে আর কোনও তথ্য উল্লেখ করা হয়নি। এ ব্যাপারে জানতে খালেদা জিয়ার মিডিয়া উইং পারসন শায়রুল কবির খানকে ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি।
এমটিনিউজ/এসবি